রাঙামাটির লংগদুতে বন্যহাতির আক্রমনে কিশোর নিহত

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির লংগদুতে বন্য হাতির আক্রমনে ১৪ বছর বয়সী এক কিশোরের নির্মম মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের ছনটিলা নামক স্থানে বন্য হাতি দেখতে গিয়ে, হাতির আক্রমনে ফয়সাল (১৪) নামের উক্ত কিশোরের নির্মমভাবে মৃত্যু হয়েছে। ফায়সাল পশ্চিম চাইল্যাতলী এলাকার শফিকের ছেলে বলে স্থানীয়রা জানিয়েছে।

লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা খবরটি পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠিয়েছি।

স্থানীয়রা জানান, হাতি গুলো দীর্ঘদিন যাবত একই এলাকায় রাতের বেলা লোকালয়ে এসে মানুষের বসতবাড়ি ভাংচুর করে দিনে আবার একই স্থানে অবস্থান নেয়। যার ফলে সাধারণ মানুষ জন দেখতে আসে,আর হাতি দেখতে এসে হাতির নিকটে পৌছালে হাতির আক্রমনে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই ফয়সাল প্রাণ হারায়।

স্থানীয়রা জানিয়েছে, অপরিকল্পিত বনায়নের ফলে খাদ্য সংকটের ফলে বন্যহাতির পাল প্রতিদিনই লোকালয়ে কোনো না কোনো এলাকায় হামলা চালিয়ে স্থানীয়দের ঘরবাড়ি ভাংচুর চালাচ্ছে এবং ফষলের ব্যাপক ক্ষতিসাধন করছে।

Scroll to Top