৮ কনসার্ট নিয়ে দুইমাসের সফরে যুক্তরাষ্ট্রে চিরকুট

সিপ্লাস ডেস্ক: আরও একবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে দেশের আলোচিত ব্যান্ড চিরকুট। ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’ উপলক্ষে আগামী মে মাসে মার্কিন মুল্লুকে পা রাখতে যাচ্ছেন ব্যান্ডের সদস্যরা। এটি তাদের তৃতীয় কনসার্ট ট্যুর।

এর আগে ২০১৫ ও ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে দুটি পূর্ণাঙ্গ কনসার্ট ট্যুরে অংশ নিয়েছিল ব্যান্ডটি। এবারও চিরকুট বোস্টন থেকে শুরু করে সানফ্রান্সিসকোসহ উত্তর আমেরিকার বেশ কিছু শহরে আয়োজিত কনসার্টে অংশ নেবে। চলতি মাস থেকে শুরু করে আগামী জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই কনসার্ট সফর চলবে। ইউএসএর জ্যামিং এন্টারটেইনমেন্ট এবং দৃক এই আয়োজন করেছে বলে জানান ব্যান্ডের কণ্ঠশিল্পী শারমিন সুলতানা সুমী।

তিনি বলেন, ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’ কনসার্ট ট্যুর একই সঙ্গে আমাদের জন্য আনন্দ ও গর্বের। তাই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা থাকবে ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘বাংলার কথা’, ‘কানামাছি’, ‘মরে যাব’, ‘বন্ধু গো’, ‘খাজনা’, ‘যাদুর শহর’, ‘খালাস’, ‘লালে লাল’সহ চিরকুটের সাড়া-জাগানো অন্যান্য গানের পরিবেশনা দিয়ে শ্রোতার প্রত্যাশা পূরণের। যে জন্য এখন আমাদের একটাই চাওয়া, পুরো সফর যেন সুপরিকল্পিতভাবে শেষ করতে পারি।’

এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের ঐতিহাসিক ও জনপ্রিয় ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত বাংলাদেশের ৫০ বছর পূর্তি কনসার্টে অংশ নিয়েছিল চিরকুট। যেখানে তাদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেছিল বিশ্বজুড়ে আলোড়ন তোলা রক ব্যান্ড স্করপিয়ন্স।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top