৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারৈয়াঢালা আ.লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সীতাকুণ্ড প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে ইউনিয়ন সাধারণ সম্পাদক কার্যালয়ে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন,সংকটে, সংগ্রামে ও অর্জনে গণমানুষের পাশে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ বছর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম শুরু করে আওয়ামী লীগ। ৭৩ বছর পরেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণমানুষের শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ।

মাহফিলে উপস্থিত ছিলেন ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদ মিয়া, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযুদ্ধা নুরুল আফছার, মুক্তিযুদ্ধা আবুল কালাম চৌধুরী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিদারুল আলম, ৫নং ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক টিটু দে, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মমিন উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি আবদুল লতিফ ভুইঁয়া, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রফিউজ্জামান রফিক, ৮নং ওয়ার্ড সভাপতি আনোয়ার সওদাগর, সাধারণ সম্পাদক  রবিউল হোসেন রবি, ৮নং ওয়ার্ড এর ইউপি সদস্য  দিদারুল আলম, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইমাম হোসেন রাসেল, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি  সেলিম চৌধুরী, খুরশেদ আলম, নুর হোসেন, কবির আহম্মেদসহ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

মাহফিলে দেশের উন্নতি, দুর্যোগ থেকে মুক্তি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।