৬ষ্ঠ বারের মতো চট্টগ্রামে আল কুরআনের শিক্ষিকা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে

৬ষ্ঠ বারের মতো চট্টগ্রামে আল কুরআনের শিক্ষিকা প্রশিক্ষণ কোর্স।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর চট্টগ্রামের একমাত্র জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজাদের শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল হাফেজাত ইন্টারন্যাশনাল মাদরাসা, চট্টগ্রাম এর উদ্যোগে ২৫ দিন ব্যাপী মু’আল্লিমা প্রশিক্ষণ কোর্স-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১লা রমজান থেকে শুরু হয়ে ২৫ রমজান পর্যন্ত চলবে এই কোর্স।

প্রশিক্ষণ প্রদান করবেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ঢাকা এর সভাপতি শায়েখ ক্বারী আব্দুল হক। এছাড়া অন্যান্য মু’আল্লিমা প্রশিক্ষকরা হলেন হাফেজা সাদিয়া বিনতে মাহমুদ, হাফেজা বুশরা বিনতে মাহমুদ, হাফেজা সাবিহা বিনতে মাহমুদ এবং হাফেজা সাউদা বিনতে মাহমুদ।

আবাসিকদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৫,৫০০ টাকা এবং অনাবাসিকদের জন্য ২০০০ টাকা।