৫০ হাজার ঘনফুট অবৈধ বালুর স্তুপ বিলিয়ে দিল প্রশাসন

সেলিম উদ্দীন,ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন ডুলাহাজারা সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে।স্তুপ করে রাখা প্রায় ৫০ হাজার ঘনফুট বালু বিলিয়ে বিক্রয় অযোগ্য করে দিয়েছে সংশ্লিষ্ট বনবিভাগ ও প্রশাসন।

সোমবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ডুলাহাজারা বনবিটের পাগলিরবিল এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত-উজ-জামান, কক্সবাজার উত্তর বনবিভাগের সদর এসিএফ ড:প্রান্তোষ চন্দ্র রায়, ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শীতল পাল ও  থানার ওসি তদন্ত আব্দুল জব্বারসহ পুলিশ এবং ফাঁসিয়াখালী-ফুলছড়ি রেঞ্জাধিন সংশ্লিষ্ট বিটকর্মকর্তা ও স্টাফগণ এতে অংশ নেন।

এ বিষয়ে ডুলাহাজারা বনবিট কর্মকর্তা অবনি কুমার রায় জানান, বিগত ২০২২ সনে স্থানীয় প্রভাবশালী বালু সিন্ডিকেটের লোকজন বনভূমির উপর দিয়ে প্রবাহিত পাগলিরবিল ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন  করে বনাঞ্চলের মাটি কেটে ছড়ার পানিতে ফেলে মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে আসছিল।

তাদের উত্তোলনকৃত বালু সরবরাহের জন্য বনভূমির বিভিন্ন স্থানে জমাট করে রেখে। এসব বালু বনবিভাগ উপজেলা প্রশাসনের সহযোগিতায় জব্দ করা হয়।জব্দকৃত বালুগুলো রাতের আধারে বালুখেকোরা নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠে।

তিনি আরো বলেন, কক্সবাজার উত্তর বনবিভাগের  ডিএফও মহোদয়ের নির্দেশে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় পাগলিরবিলের জমা রাখা প্রায় ৫০ হাজার ঘনফুট বালুর স্তুপ বিলিনের মাধ্যমে বিক্রয় অযোগ্য করে দেয়া হয়েছে। ভবিষ্যতে কেউ অবৈধভাবে বালু উত্তোলন কিংবা জমানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top