সিপ্লাস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে অনেক বড় এক আফসোসের নাম সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পথচলা শুরুর পর তিনি কোথায় হারিয়ে গেলেন। সেই যে ফর্ম হারালেন, আর ফিরেই পেলেন না! জাতীয় দল থেকে তো আগেই বাদ পড়েছেন। ঘরোয়া লিগেও দল থেকে বাদ পড়তে হয়েছে ভয়ডরহীন নান্দনিক এই ব্যাটারকে। অবশেষে আজ ঢাকা প্রিমিয়ার লিগের শেষদিনে তিনি পেলেন সেঞ্চুরির দেখা।
৪ বছর পর সৌম্যর ব্যাটে সেঞ্চুরি
