৪ বছর পর কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: চার বছর পর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ উপলক্ষে বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ওই মাঠ পরিদর্শন করেছেন।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১২ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন। এরপর মহামারি করোনার কারণে তিনি কোটালীপাড়ায় আসতে পারেননি। তবে তিনি প্রতিনিয়ত এখানের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রেখে কোটালীপাড়াবাসীর খোঁজখবর নিয়েছেন।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। এ উপলক্ষে আমরা আজ (বুধবার) জনসভার মাঠটি পরিদর্শন করলাম।’