সিপ্লাস ডেস্ক: সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আগামী ৪ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে চট্টগ্রাম জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।
সোমবার (১৩ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডিপোতে আগুনের ঘটনায় হতাহতদের স্বজনদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা জানান জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।
তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পেলে অগ্নিকাণ্ডের কারণ এবং কারা এর জন্য দায়ী সব স্পষ্ট হবে। কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।
এর আগে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহত একজনের পরিবারের কাছে শ্রম মন্ত্রণালয়ের দুই লাখ ও আহত ১৪ জনের স্বজনদের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন তিনি। সীতাকুণ্ডের ঘটনায় নিহত আরো ১২ জনের পরিবারের সদস্যদের হাতে মঙ্গলবার তুলে দেয়া হবে সহায়তা।
গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। ডিপোতে থাকা রাসায়নিকের কারণে ছড়িয়ে পড়া ওই আগুন ৮৬ ঘণ্টা পর বিভিন্ন বাহিনীর চেষ্টায় নেভানো হয়।
বিস্ফোরণের ৯ দিন পর সোমবার আরো একজনের দেহাবশেষ উদ্ধারের পর এ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে।