৪৪ হাজার ৭৫ কোটি রুপিতে বিক্রি আইপিএলের সম্প্রচার স্বত্ব

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে আগ্রহের শেষ নেই। আসরটির খেলা ডুবে থাকে ক্রিকেট দুনিয়া। টিভি স্বত্ব, ডিজিটাল স্বত্ব নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়। এবার নিলামে এতটাই লড়াই হলো যে, আকাশ ছোঁয়া দামে বিক্রি হলো দুটি স্বত্ব।

আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের টিভি ও ডিজিটাল স্বত্ব ৪৪ হাজার ৭৫ কোটি রুপিতে বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

টিভি সম্প্রচার স্বত্বের লড়াইয়ে বাজিমাত করেছে ডিজনি স্টার। ২০২৩ থেকে ২০২৭ চক্রের সম্প্রচার স্বত্ব ২৩ হাজার ৫৭৫ কোটি রুপিতে স্বত্ব কিনেছে তারা। তুমুল লড়াইয়ের পর ২০ হাজার ৫০০ কোটি রুপিতে ডিজিটাল স্বত্ব কিনেছে মুকেশ আম্বানির ভায়াকম১৮। আগের চক্রের চেয়ে যা প্রায় আড়াইগুণ বেশি। সবশেষ চক্রের সম্প্রচার স্বত্ব বিক্রি হয় ১৬ হাজার ৩৪৭ কোটি ৫০ লাখ রুপিতে।

গত পাঁচ বছরে স্টারের হাতেই আইপিএলের টিভি এবং ডিজিটাল স্বত্ব ছিল। এবার ডিজিটাল স্বত্ব হাতছাড়া হলেও টিভি সম্প্রচারের স্বত্ব (প্যাকেজ ‘এ’) ধরে রেখেছে তারা। ম্যাচপ্রতি স্টার ৫৭ কোটি ৫০ লাখ রুপি খরচা হবে তাদের। ম্যাচ প্রতি ৫০ কোটি রুপি দিয়ে ডিজিটাল স্বত্ব কিনেছে ভায়াকম১৮।

বিসিসিআইয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেছেন, ‘পরবর্তী পাঁচ বছরের জন্য ভারতীয় টিভি সম্প্রচারের স্বত্ব নিজেদের হাতে রেখেছে স্টার। ডিজিটাল স্বত্ব পেয়েছে ভায়াকম১৮। ভারতীয় টিভি এবং ডিজিটাল স্বত্ব মিলিয়ে ম্যাচ প্রতি ১০৭ কোটি ৫০ কোটি রুপি আসবে। এই নিলামের ফলে একটি সম্প্রচারকারী সংস্থার দাপট শেষ হয়ে গেল।’

আরও আয়ের সুযোগ আছে বিসিসিআইয়ের। প্যাকেজ ‘সি’ (বিশেষ ম্যাচের ডিজিটাল সম্প্রচার স্বত্ব) এবং প্যাকেজ ‘ডি’- এর জন্য লড়াই চলবে। দ্বিতীয় দিনে যখন নিলাম বন্ধ হয়, তখনই প্যাকেজ ‘সি’-র জন্য ২ হাজার কোটি রুপি ডাক হাঁকা হয়। মঙ্গলবার সেখান থেকেই নিলাম শুরু হবে। তারপর হবে প্যাকেজ ‘ডি’- এর নিলাম।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের সোমবারের প্রতিবেদনে জানায়, প্যাকেজ ‘এ’-তে থাকা ভারতীয় উপমহাদেশের টিভি স্বত্বের প্রতি ম্যাচের জন্য সর্বোচ্চ বিড সাড়ে ৫৭ কোটি রুপি। প্যাকেজ ‘বি’-তে আছে ডিজিটাল (স্ট্রিমিং) স্বত্ব। যার প্রতি ম্যাচের জন্য সর্বোচ্চ বিড ৫০ কোটি রুপি।

প্রথম দিনের নিলামেই রেকর্ড হয়ে যায়, ম্যাচ প্রতি আয়ে আগের চক্রকে ছাড়িয়ে যায়। প্রথম দিন প্যাকেজ ‘এ’-এর সর্বোচ্চ বিড ছিল ৫৭ কোটি রুপি এবং প্যাকেজ ‘বি’-এর ছিল ৪৮ কোটি রুপি। সব মিলিয়ে প্রতি ম্যাচের মূল্য দাঁড়ায় ১০৭ কোটি ৫০ লাখ রুপি। যেকোনো ধরনের খেলায় ম্যাচ প্রতি আয়ের দিক থেকে এনএফএল ও ইংলিশ প্রিমিয়ার লিগের কাতারের হতে যাচ্ছে আইপিএল।

টিভি স্বত্বের জন্য ম্যাচ প্রতি ৪৯ কোটি রুপি ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়। ডিজিটাল স্বত্বের ভিত্তি মূল্য ছিল ৩৩ কোটি রুপি।