৪১ লাখ টাকার অবৈধ সম্পদ চট্টগ্রামে দুদকের মামলায় মাদক ব্যবসায়ী কারাগারে

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: ৪১ লাখ ২৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় শাহ আলম নামের এক মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ ড. বেগম জেবুন্নেসার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহ আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরান পল্লান পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। দুদকের মামলা ছাড়াও তার বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন থানায় মাদক ও মারামারির চারটি মামলা রয়েছে।

জানা যায়, কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ১০২ মাদক ব্যবসায়ী র্যাবের হাতে আত্মসমর্পণ করেন। ওই ১০২ জনের মধ্যে অন্যতম শাহ আলম। শাহ আলমের বিরুদ্ধে মাদক ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে ২০১৯ সালের ২৭ অক্টোবর মামলা করে দুদক।

মামলার তদন্তে জ্ঞাত আয়বহির্ভূত ৪১ লাখ ২৮ হাজার ৮২৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পেয়ে কমিশনের অনুমোদন নিয়ে গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে একমাত্র আসামি শাহ আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতে দুদকের আইনজীবী অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু গণমাধ্যমকে বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ৪১ লাখ টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সম্প্রতি তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দিয়েছেন। আজ (মঙ্গলবার) মামলার একমাত্র আসামি শাহ আলম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।