৩১- এ নোরা ফাতেহি

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: গত কয়েক বছরে বলিউডে নিজের আলাদা পরিচতি তৈরি করেছেন নোরা ফাতেহি। আজ এই তারকার ৩১ তম জন্মদিন।

বলিউডের ‘আইটেম গার্ল’ হিসেবে পরিচিত এই তারকার জন্মদিন উপলক্ষে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় জানানো হয়েছে বেশ কিছু তথ্য।

রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নবম সিজনে একজন প্রতিযোগী হিসেবে ছিলেন নোরা। তবে ‘দিলবার দিলবার’, ‘কামারিয়া’, ‘গারমি’-এর মতো হিট গানগুলিতে নাচের তালে পর্দায় উপস্থিতি নোরাকে বিশেষ খ্যাতি এনে দিয়েছে।