২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রামু উপজেলা প্রশাসন

২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রামু উপজেলা প্রশাসন।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রামু প্রতিনিধি: এ উপলক্ষে রামু উপজেলা পরিষদ প্রাঙ্গণে রামু উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পালিত কর্মসূচীর মধ্যে ছিল, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) শীর্ষক বিশেষ আয়োজন।

এতে অংশগ্রহণ করছিলো রামুর অন্তত ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভূইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আল গালিব,মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আহমদ,মুক্তিযোদ্ধা রনধির, মন্ডল পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর হোছাইন সহ আরও অনেকেই। অনুষ্ঠানে রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন ভাষা আন্দোলনে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদান রয়েছে।

তিনি মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান।