২১ দিন পর লাশ হয়ে ফিরল রাঙ্গুনিয়া প্রবাসী ইকবাল

ছবি: নিহত মোহাম্মদ ইকবাল হোসেন
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ার ওমান প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেন (৩৯)গত ২১ দিন আগে জীবিকার প্রয়োজনে পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। কিন্তু যাওয়ার ১৪ দিনের মাথায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। বুধবার (২৯ জুন) সকালে লাশ হয়ে দেশে ফিরলেন তিনি। নিহত ইকবাল উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পাঁচবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে। একইদিন এশার নামাজের পর মরিয়মনগর পাগলা মামার মাজার সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে তার লাশ দাফন করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রবাসী ইকবালের মৃতদেহ ঘিরে বিলাপ করে কাঁদছেন সবাই, পাশে স্বজনের কোলে তার ১০ মাস বয়সী শিশুপুত্র। বছর দেড়েক আগে বিয়ে করা নতুন স্ত্রী পিতা-মাতার আহাজারীতে কাঁদছেন স্বজনরাও। তাঁর এমন আকষ্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত ইকবাল হোসেন পরিবারের ভাই বোনের মধ্যে দ্বিতীয়। তিনি ইতিপূর্বে দুবাইয়ে ছিলেন। বছর দেড়েক আগে দেশে ফিরে বিয়ে করেন। এরমধ্যে একটি পুত্র সন্তানও হয়। এরপর নতুন ভিসায় গত জুন জীবিকার প্রয়োজনে ওমানে গিয়েছেন।

ওমান প্রবাসী শাহেদ আলম আশরাফী বলেন, “গত ২১ জুন রাতে ওমানের আবু আলওয়ালী এলাকায় খাবারের হোটেল থেকে রাতের খাবার নিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিল ইকবাল। এসময় সড়ক পার হতে গিয়ে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। এরপর আমি নিজে ঘটনাস্থলে গিয়ে রেজায়ে মোস্তফা প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ আমরা হাসপাতাল দূতাবাসে যোগাযোগ করে সব প্রক্রিয়া শেষ করে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করেছি।”