২০ লক্ষ টাকার জাল নোটসহ ২ জন গ্রেফতার

২০ লক্ষ টাকার জাল নোটসহ ২ জন গ্রেফতার।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় সাতকানিয়া সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান এর নির্দেশে ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এর নেতৃত্বে মার্চের ১ তারিখ সকাল বেলায় থানার এস আই মাহফুজ সহ পুলিশের একটি টিম চুনতি ইউনিয়নের চট্টগ্রাম টু কক্সবাজার সহাসড়কের বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে রেজি নং চট্টমেট্টো-১৫-৬১৬৭ নাম্বারের যাত্রীবাহী হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে দু প্রতারকের হাতে থাকা সবজি বাজারের ব্যাগ থেকে ২০ লাখ টাকার জালনোট জব্দ সহ দুই প্রতারককে গ্রেফতার করা হয়।

জালনোট পাচারকারীরা হলেন ভোলা দৌলত খাঁ চর পাড়া এলাকার মোঃ বেলায়েতের পুত্র রুবেল (৩২) ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের পুত্র ওমর আলী (৫০) বলে জানা যায়।

সাতকানিয়া সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন , আসন্ন রমজানকে সামনে রেখে জালনোট পাচারকারীরা বাজারে এই টাকা ছড়ানোর জন্য কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে উদ্দেশ্যে যাত্রা করেছিলো গোপন সংবাদের ভিত্তিতে আমরা চেকপোস্ট বসিয়ে ২০ লক্ষ টাকার জালনোট সহ পাচারকারীদের গ্রেফতার করতে সক্ষম হই।

জালনোট পাচার ও বিনিময় করার উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করার প্রক্রিয়াধীন আছে বলে থানা সূত্রে জানা যায়।