২০২১ ও ২২ অর্থবছরে রপ্তানি আয় হয়েছে রেকর্ড ৫২.০৮ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: জুনে গত অর্থবছরের সর্বোচ্চ ৪.৯০ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে, যা ছিল কোনো একক মাসের ক্ষেত্রে সর্বোচ্চ। জুনে বার্ষিক হিসাবে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৩৭ শতাংশ। 

তৈরি পোশাক খাতের রেকর্ড চালানের সুবাদে ২০২১-২২ অর্থবছরে প্রথমবারের মতো ৫২.০৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশের রপ্তানি আয়।

আজ রোববার প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রাথমিক তথ্যানুসারে,  গেল অর্থবছরের প্রথম ১০ মাসেই এ সময়ের জন্য নির্ধারিত ৪৩.৫ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা প্রায় পূরণ হয়ে যায়।

ইপিবির ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসান গণমাধ্যমকে বলেছিলেন, আমরা যদি ৮০০ কোটি ডলারের সেবা রপ্তানিকে হিসাবে যোগ করি, তাহলে অর্থবছর শেষে রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

আগামী অক্টোবর পর্যন্ত রপ্তানি বাড়তে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

জুনে গত অর্থবছরের সর্বোচ্চ ৪.৯০ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে, যা ছিল কোনো একক মাসের ক্ষেত্রে সর্বোচ্চ। জুনে বার্ষিক হিসাবে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৩৭ শতাংশ।

ইপিবির সূত্রমতে, জুলাই-জুন সময়ে বা অর্থবছরের ১২ মাসে দেশের পোশাক শিল্পের চালানই ছিল ৮১ শতাংশ, যার মূল্য ছিল ৪৩.৩৪ বিলিয়ন ডলার।