১৫ মিনিট পেছাল চবির ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: ট্রেনের শিডিউল বিঘ্ন ঘটা এবং রাস্তায় প্রচণ্ড যানজটের কারণে যথাসময়ে পরীক্ষার হলে পৌঁছাতে পারছেন না ভর্তি পরীক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে ১৫ মিনিট পিছিয়ে দেয়া হয়েছে ভর্তি পরীক্ষা। বেলা ১১ টার পরিবর্তে সোয়া ১১ টায় শুরু হয়নি ভর্তি পরীক্ষা। শেষ হয় ১২টা ১৫ মিনিটে।

‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন মো. শফিকুল ইসলাম বলেন, নন্দীর হাটে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। এতে যথাসময়ে ট্রেন ক্যাম্পাসে পৌঁছাতে পারেনি। তাই ১৫ মিনিট পেছানো হয়েছে পরীক্ষা।

তিনি আরও বলেন, ‘এ’ ইউনিটের পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ১৩টি কেন্দ্রে দুদিনে চার শিফটে অনুষ্ঠিত হবে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top