সিপ্লাস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ১২ দল মিলে ‘সমমনা ১২ দলীয় জোট’ নামে নতুন জোটের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ করে তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ লেবার পার্টির নেতা ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ সম্প্রতি বিএনপি যে ১০ দফা ও ২৭ দফা প্রস্তাব দিয়েছে তার সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। ১২ দল বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে সক্রিয় থাকবে।’
১২ দলের এই জোটের মধ্যে রয়েছে- জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ এলডিপি, জাতীয় গণতান্ত্রিক দল, এনডিপি, মুসলিম লীগ (বিএমএল), জমিয়াতে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামিক পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল।