১০ কোটি ডলার ফেরত দিলে পুরস্কার দেবে হারমনি

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: চুরি হওয়া ক্রিপ্টোকারেন্সি ফেরত পেতে ১০ লাখ ডলার বাগ বাউন্টি পুরস্কার ঘোষণা করেছে ব্লকচেইন কম্পানি হারমনি। তারা আরো জানিয়েছে, হ্যাকাররা ১০ কোটি ডলার ফেরত দিলে তাদের বিরুদ্ধে যাতে কোনো মামলা করা না হয় সে বিষয়ে তদবির করবে। গত রবিবার এক টুইট পোস্টে তারা এই ঘোষণা দেয়। পোস্টটিতে যোগাযোগের ঠিকানাও যোগ করে দেয় হারমনি।

সাইবার অপরাধীরা অনেক সময় মোটা অর্থের বিনিময়ে হাতিয়ে নেওয়া ফান্ড ফেরত দেয়।

গত বৃহস্পতিবার মার্কিন ক্রিপ্টো কম্পানি হারমনি থেকে ১০ কোটি ডলার হাতিয়ে নেয় হ্যাকাররা। চুরি হওয়া ক্রিপ্টোকারেন্সির মধ্যে ছিল ইথেরিয়াম, ইউএসডি কয়েন, টেথার, বাইন্যান্স কয়েন ও স্টেবল কয়েন ডিএআই।

ক্রিপ্টোকারেন্সিগুলো ফেরত পেতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও ফরেনসিক টিমের সঙ্গে কাজ করছে হারমনি। এখন পর্যন্ত সেই ১০ কোটি ডলার টর্নেডো ক্যাশ বা ইথার মিক্সারে ট্রান্সফার করেনি হ্যাকাররা।