১০০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট তুরস্কে

সিপ্লাস ডেস্ক: শত বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট চলছে তুরস্কে। রোববার শুরু হওয়া এই ভোটে তুর্কিরা নির্ধারণ করবেন, তারা তৃতীয় দশকের মতো এরদোগানকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান নাকি তাকে ক্ষমতা থেকে দূরে ঠেলে দিতে চান।

জনমত জরিপে দেখা গেছে, এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ছয় দলীয় জোটের প্রধান কামাল কিলিকদারোগ্লু কিছুটা এগিয়ে আছেন। শুক্রবারের দুটি জরিপে দেখা গেছে, তিনি ৫০ শতাংশের কিছু বেশি ভোট পেতে পারেন। তবে রোববারের ভোটে এরদোগান কিংবা কামাল ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ২৮ মে পুনরায় ভোট হবে।

স্থানীয় সময় বিকেল ৫টায় ভোট গ্রহণ বন্ধ হবে। তুরস্কের আইন অনুযায়ী রাত ৯টা পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ নিষিদ্ধ। অর্থাৎ রোববার গভীর রাতেই জানা যাবে দ্বিতীয় দফায় নির্বাচন হবে কিনা।

ভোট শুরু হওয়ার পর থেকে চার ঘণ্টারও বেশি সময় পর্যবেক্ষকরা তুরস্কের সব শহরে ভোটার উপস্থিতির হার অনেক বেশি বলে জানিয়েছেন।

আল-জাজিরা প্রতিনিধি বলেছেন, ‘এটি ইঙ্গিত দেয় যে প্রতিযোগিতাটি খুব তীব্র। কেন্দ্রে ভোট দেবেন এমন কর্মকর্তা ও রাজনীতিবিদরা আছেন। এটি আঙ্কারার প্রতীকী গুরুত্বকে বড় করে তোলে।’

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top