সীতাকুণ্ড প্রতিনিধি: জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম বলেছেন, হৃত গৌরব ফিরে পেতে পাড়ায় পাড়ায় ফুটবল খেলার আয়োজন খুবই জরুরি। এ ধরনের ছোট আয়োজনের মধ্য দিয়ে আমার মতো আসলামের জন্ম হয়েছিল। এ খেলা থেকে যুবসমাজের অবক্ষয় রোধ হবে, যুবসমাজ সুন্দর জীবন ও গতি ফিরে পাবে।
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার প্রভাতী কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলে বলেন জাতীয় ফুটবল দল ও ঢাকা আবাহনীর সাবেক ফুটবলার, দেশ সেরা স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম।
প্রভাতী ফুটবল একাডেমীর উদ্যেগে এবং চক্রবাক ক্লাবের সহযোগীতায় শুক্রবার বিকালে উক্ত টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
খেলার উদ্বোধক ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ফুটবলার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় জনাব হাসানুজ্জামান বাবলু এবং চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচিত সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।
প্রভাতী একাডেমির চেয়ারম্যান এম. মনোয়ারুল হক এফসিএমএ’র সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি আনিসুল রহমান তৈমুর এর পরিচালনায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য আ ম ম দিলসাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ, চক্রবাক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল ইসলাম মাহমুদ, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাষ্টের নির্বাহী পরিচালক লায়ন মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ জিলান, ইউপি সদস্য মোঃ খায়ের হোসেন, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সহসভাপতি হাজ্বী মোঃ ইউছুফ শাহ, সাবেক ব্যাংকার খোরশেদ আলম, প্রভাতী একাডেমির ভাইস চেয়ারম্যান ছালেহ আকবর সাহিদ, ট্রেজারা নুরুল করিম, পরিচালক ফজলুল করিম আরমান, মফিজুর রহমান সাজ্জাদ, মনিরুজ্জামান মুরাদ, নুরুল হায়াত ডালিম।
উদ্বোধনী খেলায় সোনাইছড়ি এফ সি এ জোড়আমতল অগ্রদূত ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে। লীগ পদ্ধতিতে খেলায় মোট ১০ টি দল অংশ নেয়।