নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রেলওয়ে হাসপাতাল এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই নবজাতকের নাম-পরিচয় জানা যায় নি।
আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, সকালে রেলওয়ে হাসপাতালের বারান্দায় এক নবজাতকের লাশ পড়েছিল। ওখান থেকে কুকুরে টেনে নিয়ে যাওয়ার সময় লোকজন দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছি। এটি আসলে অপ্রত্যাশিত একটি বাচ্চা। ধারনা করা হচ্ছে- বাচ্চাটি হয়তো কয়েক ঘণ্টা আগে ভূমিষ্ট হয়েছিল।