চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে নগরীর হালিশহর থানাধীন শাপলা আবাসিক এলাকার জনতা ফার্মেসিতে এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।
গ্রেপ্তার মো. ওয়াসিম ওসমান (৩৪) সন্দ্বীপ উপজেলার কুচিয়ার মোড়া এলাকার আবুল উল্লাহর ছেলে।
ওসমানকে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, “ওয়াসিম নিজেকে ডা. সৈয়দ ওসমান গণি পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা করিয়ে আসছিলেন। তিনি ৩০০টাকা ফি নিয়ে রোগী দেখে ব্যবস্থাপত্র প্রদান করতেন।”
অভিযানের শুরুতে ওয়াসিম নিজের চিকিৎসা পেশার সনদ নেই বলে স্বীকার করলেও বলেন, স্বাস্থ্য বিষয়ে ডিপ্লোমা রয়েছে তার।
তবে ডিপ্লোমার কোনো সনদও দেখাতে পারেননি তিনি।