হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রাম হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট কলেজ সংলগ্ন হালদা পয়েন্ট থেকে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে নাজিরহাট এলাকার অভিযুক্ত মোঃ মানিক কে অবৈধভাবে হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মন্দাকিনী এলাকার ফরহাদাবাদ ইউপির মোঃ হাসান মিয়াকেও  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উক্ত পয়েন্ট থেকে জব্দকৃত ৮ ট্রাক বালু ফরহাদাবাদ সেইফ হোমে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শওকত আলম ও সংশ্লিষ্ট ইউপি মেম্বারগণ।

হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে প্রতিবেদক কে জানান ইউএনও।