হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো.সেলিম উদ্দিন রেজা।
রবিবার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শহিদুল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুদ্দিন মজুমদার স্বাক্ষরিত জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এর ফলাফল বিবরণী তালিকায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ইভেন্টে তার নাম ঘোষণা করা হয়।
জানা যায়, মো.সেলিম উদ্দিন রেজা মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে ২০০৪ সালে সহকারী শিক্ষক (ইংরেজি) পদে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে ২০১৪ সালের জুন মাসের ১ তারিখ থেকে ওই প্রতিষ্ঠামানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন। তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। সেলিম উদ্দিন রেজা হাটহাজারী পৌরসভার মেডিকেল গেইট এলাকার সাবেক সরকারি কর্মচারী মরহুম মোহাম্মদ কামাল উদ্দীন এবং গৃহিনী রোকেয়া বেগমের সন্তান।