হাটহাজারীতে শাহ্ আনোয়ার (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে ৫১ তম ফ্রি খতনা ও নাক কান ফোঁড়ানো ক্যাম্প উদ্বোধন

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার প্রথম জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল সিপ্লাস টিভির এডিটর ইন-চীফ আলমগীর অপু।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

হাটহাজারী প্রতিনিধি: চিকিৎসা সেবা একটি অনন্য শিল্প বা সেবা। একে প্রায়োগিকভাবে রপ্ত করতে হয়। জানতে হয় বিস্তর। আত্মস্থ করতে হয় ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে। সব কাজের মধ্যে যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণি আছে, তেমনি চিকিৎসা পদ্ধতির মধ্যেও তাই। সবকিছু ছাপিয়ে চিকিৎসকের উত্তম ব্যবহার, হাতের যশ, রোগ নির্ণয়, তার সঠিক চিকিৎসা প্রয়োগ, চিকিৎসার অনাবিল মুন্সিয়ানা হয়ে উঠে অনেকে।

যার সম্পর্কে বলছিলাম  তিনি হাটহাজারী উপজেলার গরীব দুঃখী মানুষের ডাক্তার খ্যাত, সুবিধা বঞ্চিত মানুষের বিনামূল্যে চিকিৎসা দানকারী, কিংবদন্তি মানুষ, সমাজসেবক হিসেবে খুবই পরিচিত ডা.হাফিজুর রহমান।  একজন ভাল মানের ও ভাল মনের চিকিৎসক |তিনি শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার ইছাপুর বাজারে ৫১ তম ফ্রি খতনা ও নাক কান ফোঁড়ানো ক্যাম্প শুরু করেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ গোল মোহাম্মদ,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার প্রথম জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল সিপ্লাস টিভির এডিটর ইন-চীফ আলমগীর অপু।

মানবিক ডাক্তার মোঃ হাফিজুর রহমান সিপ্লাস কে বলেন আমি এইটা সহ আজ ৫১ তম ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছি।আজকে সহ মোট ৩ হাজার ৫০০ জন বাচ্চাকে ফ্রি খৎনা এবং ৫ হাজার শিশু কন্যাকে ফ্রি কর্ণ সেদক ও ৫ হাজার মানুষকে ফ্রি চক্ষু সেবা দিয়ে আসছে।এবং আজকে ৫শত মানুষকে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করেছি।আমাদের এই সেবা অব্যাহত থাকবে।

সিপ্লাস টিভির এডিটর ইন-চীফ আলমগীর অপু বলেন গ্রামের অবহেলিত মানুষের চিকিৎসা সেবা দেয়ার এই মহান উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি ফ্রি খতনা ও নাক কান ফোঁড়ানো ক্যাম্পের ধারাবাহিকতা রক্ষা করার ঐকান্তিক প্রচেষ্টা একান্ত জরুরি।গ্রামের অসহায় মানুষের মধ্যে ঔষধ বিতরণের জন্য বিশিষ্ট ডাক্তার, সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।এভাবে চিকিৎসা সেবা দিতে পারলে এলাকার অনেক মানুষ উপকৃত হবে।

হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ গোল মোহাম্মদ বলেন এরকম একটি মহৎ কাজে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।আশা করি তাদের এই সেবা অব্যাহত থাকবে।