হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে জলাশয় ভরাটের অভিযোগে সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলী আহসানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৫ মে) দুপুরে মির্জাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে একটি জলাশয় ভরাটের অভিযোগে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এ অর্থদণ্ড প্রদান করেন।
প্রশাসন সুত্রে জানা যায়,উপজেলা মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকা থেকে মুঠোফোনে ইউএনওর কাছে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেলে শুক্রবার বেলা ১২ টায় জায়গাটি সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার।পুকুর ভরাটের বিষয়টি স্পষ্ট প্রমাণিত হওয়ায় পুকুর মালিক মীর আহাম্মদের পুত্র মো. দিদারুল আলমকে পুকুরটি আগের অবস্থায় নিয়ে আসার নির্দেশ দেওয়া হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে পুকুরের ভরাট কাজটি বাস্তবায়নের অপরাধে মির্জাপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আলী আহসানকে ৪০ হাজার টাকা জরিমানা করে ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম জানান,পুকুর বা জলাধার ভরাটের বিষয়ে প্রশাসনের অবস্থান খুবই কঠোর।পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করে হাটহাজারীতে কোন পুকুর বা জলাধার ভরাট করতে দেওয়া হবে না। এ বিষয়ে সকলের সচেতনতা জরুরি বলেও তিনি মত প্রকাশ করেন।