নিজস্ব প্রতিবেদক: “হাজারো প্রবাদ- প্রবচনে (শ্লোক) চাটগাঁ ” বইটির মোড়ক উম্মোচন করা হয়েছে অমর একুশে বই মেলায়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় নগরীর এম,এ ষ্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে একুশে বই মেলায় বইটি উম্মোচন করা হয়।
“হাজারো প্রবাদ- প্রবচনে (শ্লোক) চাটগাঁ ” বইটির সংস্করণ উম্মোচন করেন চট্টগ্রাম সিটি করর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী,সাথে ছিলেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।আরো ছিলেন সিপ্লাস টিভির এডিটর-ইন-চীফ আলমগীর অপু,আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই চাটগাঁ বইটির মাধ্যমে চট্টগ্রামের ভাষা তুলে ধরা হয়েছে। এই বইয়ে আছে সুন্দর সুন্দর প্রবাদ-প্রবচন চাটগাঁর।
হাজারো প্রবাদ-প্রবচনে চাটগাঁ বইটি পাওয়া যাচ্ছে চট্টগ্রাম ও ঢাকার বইমেলায়।
পরিবেশকে আছেন –”খড়িমাটি”।
চট্টগ্রামের বইমেলায় দোকান নং-২২/২৩
ঢাকায় বইমেলায় দোকান নং-৫৫৮