ফেনী প্রতিনিধি: সম্প্রতি ভারতে হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে ফেনীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে বিক্ষোভ মিছিল করে আসছে।
গতকাল ফেনী কম্পিউটার, ফেনী পলিটেকনিকেল ইনস্টিটিউট, মহিপাল সরকারি কলেজ; আজ জয়নাল হাজারী কলেজ, ফেনী সরকারি কলেজ সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করছে।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে বিক্ষোভ নিয়ে বের হয়। শহরে কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে এসব মিছিল।
এসময় শিক্ষার্থীরা বিশ্বনবী মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটূক্তি করায় ভারতীয় চ্যানেল ও ভারতীয় পণ্য বয়কট এর কথা বলেন। এছাড়াও বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লির মিডিয়া শাখার প্রধান নবীনকুমার জিন্দাল কে আটক করার দাবি জানান।
নয়ন নামের জয়নাল হাজারী কলেজ এর এক শিক্ষার্থী বলেন, আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করিনা। আমরা শান্তিতে কর্মসূচি করছি, আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমদের বিক্ষোভ অব্যাহত থাকবে।
এছাড়াও ফেনী জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ ও সমাবেশ চলছে।