সৌদি আরব প্রতিনিধি: চলতি বছরে পবিত্র হজ্ব পালন করতে এসে সৌদি আরবের মক্কায় নুরুল আমিন নামে আরো এক বাংলাদেশি হজ্ব যাত্রীর মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ জুন) মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ হজ্ব যাত্রী ইন্তেকাল করেন।
মৃত নুরুল আমিনের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জে।
তার পাসপোর্ট নম্বর: EF0758006
তিনি আফনান ট্রাভেলসের মাধ্যমে এই হাজী পবিত্র মক্কায় হজ্ব পালন কারার উদ্দেশ্যে পবিত্র মক্কায় এসেছিলেন ।
হজ্ব পালনে এসে এ পর্যন্ত ২ জন বাংলাদেশী হজ্ব যাত্রীর মৃত্যু হয়েছে।