সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে (১৫ মে) থেকে হজ নিয়ন্ত্রিত নির্দেশাবলী বাস্তবায়ন শুরু করছে। হজ, ওমরাহ, আবাসিক বা ওয়ার্ক পারমিট ছাড়া পবিত্র নগরী মক্কায় প্রবেশ করা যাবে না।
চলতি বছরের হজ শুরুর আগে সৌদি আরবে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার।
আরব নিউজ জানায়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ হাজীদের জন্য আরবি মাস ‘জিলক্বদ’ এর ২৯ তারিখ (২১ মে) পর্যন্ত এর ভিতরে ফিরে যাওয়ার সময় নির্ধারণ করে দিয়েছে।
বিদেশি মুসলমান, যারা এই বছরের হজে যোগদানের পরিকল্পনা করছেন, তারা ‘জিলক্বদ’ মাসের ১ তারিখ থেকে সৌদি আরবে আসতে শুরু করবেন।
যারা ওমরাহ পালন শেষে ফিরে যাবে না, তাদের জরিমানা, দেশ থেকে নির্বাসন এবং ১০ বছরের জন্য পুনরায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।