স্বেচ্ছাসেবী সংগঠন শিখর’র কমিটি গঠন: সভাপতি আবদুস সামাদ ও সাধারণ সম্পাদক রাজিব হোসাইন

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী সংগঠন শিখর’র নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (১ জুলাই) কক্সবাজারের একটি হোটেলে সংগঠনটির প্রথম বার্ষিক কনফারেন্সে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আবদুস সামাদ রিফাতকে সভাপতি ও রাজিব হোসাইন রিফাতকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য দশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাসুদুর রহমান।

কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন– সহ সভাপতি শাহেদ আলম নকীব, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাজ আলী মুন্না, অর্থ সম্পাদক রিফাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মহিউদ্দিন রাজু, নারী বিষয়ক সম্পাদক সুষ্মিতা দাশ, প্রচার সম্পাদক আল শাহরিয়া রাফি ও প্রকল্প পরিচালক শাহরিয়ার হাসান রাজ।

একই দিনে নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া শাখা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চট্টগ্রাম শাখা পরিচালক নাফিসা সুলতানা নীলা, পটিয়া শাখা পরিচালক উম্মে সালমা, আনোয়ারা শাখা পরিচালক চৌধুরী সানজী ও চন্দনাইশ শাখা পরিচালক নাসরিন জাহান নদী।

প্রজেক্ট প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শিখর স্বপ্নপূরণ পাঠশালা পারিচালক সানজিদা ইয়াসমিন নিঝুম, শিখর নেগেটিভ ব্লাড ব্যাংক পরিচালক কাজী রহিমা রুমী ও শিখর ক্ষুধার্তের জন্য খাদ্য পরিচালক সাইফুল আলম তুষার।

সংগঠনটির প্রথম বার্ষিক কনফারেন্স অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম প্রতিষ্ঠাতা জয়ন্ত বড়ুয়া, সাবেক সভাপতি মাহতাব রুমী ও সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম সহ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৭ সালে উত্তরবঙ্গের বন্যার্তদের সহযোগিতার মধ্য দিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।