স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও এলাকায় স্ত্রী শাহানা আক্তারকে হত্যার অভিযোগে স্বামী নূর নবীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাতে মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহানা আক্তার ফেনীর সোনাগাজী থানার চর শাহ ভিখারি এলাকার নূর নবীর স্ত্রী। শাহানা আক্তার ও নূর নবী নগরের কুলগাঁও মাইজপাড়া মঞ্জু কলোনিতে বসবাস করতেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান সংবাদমাধ্যমকে  বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কুলগাঁও এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহানা আক্তারকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্বামী নূর নবীকে আসামি করে হত্যা মামলা করা হয়। বৃহস্পতিবার রাতে নূর নবীকে গ্রেফতার করা হয়েছে।