সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দা ও মদিনায় শামসুল আলম নামে আরও দু’বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, মদিনা নগরীর প্রবীন রেমিটেন্স যোদ্ধা বাব আল তাম্মার এলাকার আবাসিক হোটেল ব্যবসায়ী মোহাম্মদ শামসুল আলম (৫১) হৃদরোগে আক্রান্ত হয়ে গভীর রাতে রাতে নিজ মৃত্যু হয়েছে।
মদিনা প্রবাসী শামসুল আলমের গ্রামের বাড়িত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধী লোহাগাড়া সদর ইউনিয়ন কালোয়ার পাড়া নিবাসী নুর আহমদের পুত্র।

এ দিকে জেদ্দা নগরীর কিলো আরবাতাস এলাকায় আবু তাহের সওদাগর (৫৬) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মৃত্যু হয়েছে।
জেদ্দা প্রবাসী আবু তাহের সওদাগরের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আধুনগর ইউনিয়নের উত্তর আধুনগর আকবরপাড়া নিবাসী মরহুম বদিউল আলম সওদারের ৩য় পুত্র।
এ দুই জন প্রবাসী প্রায তিন যুগ ধরে সৌদি আরবে ব্যবসা করে।