সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের আল খামিজ শহরের মোসায়েদ এলাকায় সড়ক দূর্ঘটনায় নুর হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ জুলাই) দিবাগত রাতে খামিজ মোসায়েদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, পার্কিং করা কংক্রিট মিক্সারের গাড়ী হঠাৎ হ্যান্ড ব্রেক ছুটে গিয়ে চলতে শুরু করলে গাড়ি নিয়ন্ত্রণ করতে গিয়ে গাড়ির চাপায় এ রেমিটেন্স যোদ্ধার মোঃ নুর হোসেন (৩৪) মৃত্যু হয়।
নিহত নুর হোসেন মোশায়েদ এলাকায় একটি কোম্পানির কংক্রিট মিক্সারের গাড়ি চালাতেন।
দেশে স্ত্রী ও একটি সাত বছরের এক ছেলে সন্তান রয়েছে।
নিহত নুর হোসের গ্রামের বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর পোড়াহাটি গ্রামের মৃত ফজর আলীর পুত্র।