সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ ভাইয়ের মৃত্যু

সিপ্লাস ডেস্ক: সৌদি আরবে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আপন ছয় ভাই নিহত হয়েছে। এ ঘটনায় তাদের বাবা-মা এবং অন্য তিন ভাই-বোন গুরুতর আহত অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে। সৌদির আল-বাহা অঞ্চলের তায়েফ গভর্নরেটের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অন্য গাড়ির চালকও মারা গেছেন। 

সৌদির স্থানীয় সংবাদমাধ্যমকে নিহতদের ভাই মোহাম্মদ সেলিম আল-ঘামদি জানিয়েছেন, তার পরিবারের সদস্যরা মদিনা থেকে আল-বাহাতে ফিরছিলেন। ওই সময়ই এই করুণ দুর্ঘটনার কবলে পড়েন তারা। তিনি বলেছেন, ‘মদিনা থেকে আল-বাহাতে ফেরার সময় তাদের গাড়ি আল-বাহার সংযোগ সড়কের কাছে আসার পর দুর্ঘটনার শিকার হয়।’ নিহতদের নাম রিম, সালেম, মোহম্মদ, সৌদ, ইয়াহইয়া এবং হামদান বলে জানা গেছে। তাদের মধ্যে সবচেয়ে বড় ভাইয়ের বয়স ১৭ বছর এবং সবচেয়ে ছোট ভাইয়ের বয়স আড়াই বছর। তবে অলৌকিকভাবে দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চার বছরের একটি শিশু কোনো আহত হওয়া ছাড়াই বেঁচে গেছে।

বাবা, মা, দুই মেয়ে রিনাদ ও মুনিরা এবং এক ছেলে সুলতানকে তায়েফের তিনটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। নিহতদের জানাজা শেষে তায়েফের গভর্নরেটের একটি কবরস্থানে দাফন করা হয়েছে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top