সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের আবাহা মাহাইল আছির প্রদেশে নিখোঁজ মোহাম্মদ আলী নামে এক বাংলাদেশি এক মাস পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, গত (৩১ জুলাই) দিবাগত রাতে আবাহা মাহাইল আছির শহরে দোকানের ভিতরে কাজ করার জন্য ছিলেন। দোকান ও বাসা এক জায়গায় হওয়াতে সবাই মনে করে ছিলেন মোহাম্মদ আলী (৫০) দোকানে আছেন। সকালে তার দোকানের কর্মচারীরা দেকানে গেলে দেেখে দোকানের পিছনের দরজা খোলা ওনি দোকানে নেই। এরপর থেকে তাকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
প্রতিবেশি তার প্রবাসী বন্ধু মোহাম্মদ আলমগীর জানান, দোকানে মোবাইল রেখে খালি হাতে কাউকে কিছু না জানিয়ে নিজে কোথাও চলে গেছে নাকী কেউ উঠিয়ে নিয়ে গেছে এখন পর্যন্ত জানা যায়নি। এক মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত প্রবাসী নিখোঁজ মোহাম্মদ আলী কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ প্রবাসী মোহাম্মদ আলীর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন পুঠিবিলা ইউনিয়নের ৫ নং ওর্য়াড়ের জি.এম সিকদার পাড়ার বাসিন্দা।