সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া এলাকায় সওদাগর পাড়া সংলগ্ন ডলু খাল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি প্রভাবশালী সিন্ডিকেট।
স্থানীয়রা অবৈধ বালু খেকোদের বিরুদ্ধে (২০ জানুয়ারী) মানববন্ধন করেন। বিষয়টি বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলে প্রচার হলে উপজেলা প্রশাসনের নজরে আসে।
(২৩ জানুয়ারী) উক্ত এলাকায় অবৈধ বালু খেকোদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
এসময় ডলু খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ শফি (৪২),পিতা- আবুল কাশেম কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অবৈধ বালু খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।