সেন্টমার্টিনে ‘মোখা’র আঘাত, প্রচুর বৃষ্টিপাত

সিপ্লাস ডেস্ক: সেন্টমার্টিনে ১০০ কিলোমিটার গতিবেগে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’। এর প্রভাবে সেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে ঝড়ো বাতাসে সেন্টমার্টিন দ্বীপের ঘরবাড়ি ও বিল্ডিং কাঁপছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান আজ রোববার দুপুর ১টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। তবে ঘূর্ণিঝড়ের মূল অংশটি বিকাল ৩টার দিকে আঘাত হানবে বলেও জানান এই আবহাওয়াবিদ।

সেন্টমার্টিনে থাকা আবহাওয়া বিভাগের ইনচার্জের বরাত দিয়ে তিনি বলেন, ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব সকাল থেকে সেন্টমার্টিনে পড়তে শুরু করে। বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে বাতাসের গতিবেগ ছিল ৮০ কিলোমিটার। বেলা ১টার দিকে সেটা বেড়ে ১০০ কিলোমিটার হয়ে গেছে। প্রতি মুহূর্তে বাতাসের গতিবেগ বাড়ছে। ঝড়ো বাতাসের কারণে দ্বীপের বিল্ডিং কাঁপছে।

তবে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র বিকাল ৩টার দিকে আঘাত হানবে জানিয়ে আজিজুর রহমান বলেন, এর পর থেকে মোখার প্রভাব কমতে শুরু করবে। মোখার মূল কেন্দ্র মিয়ানমারের দিকে হওয়ায় বাংলাদেশের ঝুঁকি কমে গেছে।

আবহাওয়াবিদ আজিজুর রহমান আরও জানান, বিকাল ৪টার দিকে জোয়ারের প্রভাবে সেন্টমার্টিন দ্বীপের পানির উচ্চতা বেড়ে যাবে। ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top