ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও ওরফে ক্যাসিনো সম্রাটকে হাসপাতাল থেকে শনিবার দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে। কারাগারের সূর্যমুখী সেলের একটি কক্ষে সাধারণ হাজতিদের সঙ্গেই তাকে রাখা হয়েছে।
বুকে ব্যথা অনুভব করায় ৮ অক্টোবর চিকিৎসার জন্য তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে ভর্তি করা হয়।
৬ অক্টোবর র্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে ৬ মাসের সাজা দেন। ওইদিনই তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করা হয়েছে।
তবে নিজের ওয়ার্ড থেকে খুব একটা বের হচ্ছেন না। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে শারীরিকভাবে এখনও তিনি দুর্বল। এ জন্য বেশিরভাগ সময় শুয়েই কাটছে তার।