সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ

সিপ্লাস ডেস্ক: দিনাজপুরের ভারত সীমান্তের দেড়শ গজের মধ্যে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে চিরিরবন্দর উপজেলার সাহাপুর কামারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মঞ্জুরুল ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন সাহাপুর কামারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউপি চেয়ারম্যান মো. নুর এ কামাল জানান, বুধবার সকালে ভারত সীমান্তসংলগ্ন এলাকায় তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, ভারত সীমান্তের দেড়শ গজের মধ্যেই মঞ্জুরুল ইসলামের বাড়ি। বুধবার সকালে তার বাড়ি থেকে মঞ্জুরুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শরীরে গুলির আঘাত দেখে তিনি জানান, গুলিবিদ্ধ হয়েই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top