প্রেস বিজ্ঞপ্তি: পিবিআই চট্টগ্রাম জেলা কর্তৃক সীতাকুন্ড মহাসড়কে গাড়ী দূর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা লাশ সনাক্তকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০ টার সময় চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন খন্তিছিলা বড়ুয়া পাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় অজ্ঞাতনামা মহিলা গুরুত্বর আহত হন।
অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে স্থানীয় লোকজন সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্স-এর জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মহিলা টাকে মৃত বলে ঘোষণা করেন।পরবর্তীতে স্থানীয় হাইওয়ে পুলিশ সংবাদ পেয়ে ভিকটিমমের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
পিবিআই চট্টগ্রাম জেলায় সংবাদ প্রদান করা হয়। তার মধ্যে ক্রাইমসীন ডিউটিতে কর্মরত পিবিআই চট্টগ্রাম জেলার এসআই (নিঃ) মোহাম্মদ হারুন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে উপস্থিত হয়ে মৃত ভিকটিমের পরিচয় উদ্ঘাটনের নিমিত্তে অত্যাধুনিক ‘‘ফিঙ্গার প্রিন্ট আইডেন্টিফিকেশন এন্ড ভেরিফিকেশনসিস্টেম (FIVeS)” এর মাধ্যমে ভিকটিমের ‘‘ফিঙ্গার প্রিন্ট’’ সংগ্রহ করেন।
মাত্র ১ (এক) ঘন্টার মধ্যে পিবিআই চট্টগ্রাম জেলার ফিঙ্গার প্রিন্ট সফট্ওয়ারের মাধ্যমে অজ্ঞাতনামা বর্ণিত মৃত ভিকটিমের পরিচয় সনাক্ত হয়।
মৃতের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে জানা যায় যে, ভিকটিমের নাম- শাহানা আক্তার (৩৫), পিতা-শামসুল হক,মাতা- আলেয়া বেগম, সাং-বাকখালী, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম।
ভিকটিমের নাম-ঠিকানা অফিসার ইনচার্জ,হাইওয়ে থানা’কে অবহিত করা হয়েছে।