সিপ্লাস ডেস্ক: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদম রসুল (কেশবপুর) এলাকায় সীমা গ্যাসফিল্ডে প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।এই পর্যন্ত নিহতের সংখ্যা ৩, আহত অনেকেই।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. ফজলে রাব্বি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদম রসুল (কেশবপুর) এলাকার ওই গ্যাসফিল্ডে প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে।