সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ থেকে আশুতোষ নাথ (৪৫) নামে এক তীর্থ যাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করে। আশুতোষ নাথ সীতাকুণ্ডের উপজেরার মুরাদপুর ইউনিয়নের ঈষর চন্দ্র নাথের পুত্র। সে একজন ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী।
জানা যায়,৪ দিনব্যাপী ঐতিহ্যবাহী সীতাকুণ্ডের শিব চতুদর্শী মেলায় আগত লাখ লাখ পূণ্যার্থীর আগমন ঘটে। গত শনিবার দিবাগত রাত ৯টার দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০০ ফুট উপরে থাকা চন্দ্রনাথ ধাম থেকে নামার সময় ভুল পথে অন্য পাহাড়ে যাওয়ার সময় পাহাড়ের খাদে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর মঙ্গলবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বিকালে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।
সীতাকুন্ড মড়ের থানার এস.আই এইচ এম দেলোয়ার হোসেন বলেন,গত শনিবার রাতে এক তীর্থযাত্রী নিখোঁজ ছিল।মঙ্গলবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। বিকালে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।