সীতাকুণ্ডে ২ জামায়াত নেতা গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার সময় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী মৌসুমী আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই নেতা হলেন- সীতাকুণ্ড উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর বর্তমান জামায়াত নেতা মো. রায়হান উদ্দিন প্রকাশ রেহান।

তিনি সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুর চৌধুরী পাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং নিজাম উদ্দিন উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। গ্রেফতারকৃত রেহানের বিরুদ্ধে নাশকতার অভিযোগসহ ৩৪টি মামলা রয়েছে। আর নিজামের বিরুদ্ধে রয়েছে ১২ মামলা।

ওসি জানান, গোপন সূত্রে জানতে পারি তারা নগরীর পাহাড়তলী থানাধীন মৌসুমী আবাসিক এলাকায় ধাঁনসিঁড়ি টাওয়ারের ভাড়া বাসায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে দিবাগত রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। গ্রেপ্তার দুই জামায়াত নেতাকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top