সীতাকুণ্ডে ১৫ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস, একশ কেজি মাছ জব্দ

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের সলিমপুরে সাগরে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার রিংজাল উদ্ধারসহ জব্দ করা হয়। এ সময় ১০০ কেজি বিভিন্ন প্রকার মাছও জব্দ করা হয় এবং জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (২৫ জুন) সকালে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ উপজেলার সলিমপুরে অভিযান পরিচালনা করে।জব্দকৃত মাছ ১৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয় এবং জব্দকৃত জাল স্থানীয় মান্য-গণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জালিয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত জালের মূল্য এক লক্ষ টাকা। অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিরা নৌ-পুলিশ এ.এস.আই মোঃ হালিম, তথ্য সংগ্রহকারী রাসেল, মাজহারুল, সাদেকুল, নুরুদ্দীন, রুবেল।

উল্লেখ্য, সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরনে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সীতাকুণ্ড উপজেলায় সমুদ্রে সকল প্রকার নৌযান দ্বারা মৎস্য আহরন সম্পূর্ণ নিষিদ্ধ করে।