সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বিষাক্ত সাপের কামড়ে সাইমা করিম লিমা (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার সময় উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম বাকখালী দোয়াগাজীপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত লিমা ৪নং মুরাদপুর ইউনিয়নের বশরত নগর গ্রামের মুনসুর আলী মিজি বাড়ির রাজ্জাক আলী সুজনের স্ত্রী।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা মাগরিব নামাজের পরে তার বাপের বাড়ির ঘরের বাহিরে একটি বিষাক্ত সাপে দংশন করলে আহতবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ৯টার দিকে ডাক্তার গৃহবধূ লিমাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচা মোঃ ইকবাল বলেন, লিমার বিয়ে হয়েছে তিনমাস আগে। সন্ধ্যায় বাপের বাড়িতে ঘরের বাহিরে তার পায়ে সাপে দংশন করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।