সীতাকুণ্ডে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে আর বাড়ি ফেরা হলো না পিতার

সীতাকুণ্ড প্রতিনিধি:  সীতাকুণ্ডে মেয়েকে এস এস সি পরীক্ষার হলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. লোকমান হাকিম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মো. লোকমান উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত সোনা মিয়ার পুত্র। তিনি পুরাতন জাহাজের স্ক্র্যাপ ব্যবসায়ী ছিলেন।

মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ৯টায় সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল যোগে সলিমপুরস্থ ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয়ে মেয়ে সাদিয়া আকতার মোমোকে এস এস সি পরিক্ষার হলে পৌঁছে দিয়ে ফেরার পথে বানুর বাজার এলাকায় অতিক্রমকালে ঢাকামুখী একটি ৪নং যাত্রীবাহী মিনি বাস মোটর সাইকেলকে চাপা দিয়ে লোকমান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বানুরবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top