সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল এক নারীর

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনায় রিংকু ফারুকী (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী বাড়বকুণ্ড এলাকার রোকন চক্রবর্তীর স্ত্রী। জানা যায়, বাড়বকুণ্ড বাজার এলাকায় হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন রিংকু ফারুকী। এ সময় একটি লরি ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, গাড়ির চাপায় এক নারীর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছে। পুলিশের টিম ঘটনাস্থলে রয়েছে।