সীতাকুণ্ডে ভুঁয়া ডিবি পুলিশ আটক,হ্যান্ডকাপ ও ওয়াকিটকি উদ্ধার

আবদুল করিম।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ডে হাতে হ্যান্ডকাপ পড়িয়ে এক তরুণকে নিয়ে যাওয়ার সময় আবদুল করিম নামে এক ভুঁয়া ডিবিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

সোমবার রাত ৮টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় হাতে ওয়াকিটকি নিয়ে সে নিজেকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক পরিচয় দিয়ে এক তরুণকে ধরে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি।

সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাঁকে চ্যালেঞ্জ করে খবর দেয় ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিনকে। তিনি তাৎক্ষণিক ওই এলাকায় গ্রাম পুলিশ পাঠালে ভুঁয়া ডিবি পুলিশ আবদুল করিম দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে ধরে ফেলে। এরপর তাকে ধরে নিয়ে ইউনিয়ন পরিষদে আটক রেখে চেয়ারম্যান নাজীম উদ্দিন সীতাকুণ্ড মডেল থানার পুলিশকে খবর দিলে এসআই মোঃ ফারুক গিয়ে আটক আবদুল করিমকে গ্রেফতার করে। করিম বগুড়া জেলার মহিষবাতান গ্রামের রাজা মিয়ার পুত্র। ভাটিয়ারি ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত ভুঁয়া ডিবি করিম বেশ কিছুদিন ধরে ভাটিয়ারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে নিরহ মানুষকে জিন্মি করে টাকা আদায় করতো। সোমবার দিন রাতে সে এক তরুণকে ধরে হাতে হ্যান্ডকাপ লাগিযে টাকা দাবী করে।

এসময় স্থানীয়রা তার পরিচয়পত্র দেখতে চাইলে সে দেখাতে পারে না। এরপর সন্দেহ হলে তাকে আটক করে পরিষদে নিয়ে আসি। এরপর সে স্বীকার করে সে একজন ভুঁয়া ডিবি পুলিশ। পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে রাতেই তাঁর বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।