সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ১নং সৈয়দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম সৈয়দপুরের বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত (২৬) যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (২০ জুলাই) বিকাল চারটার সময় জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কুমিরা নৌ পুলিশের একটি টিম বেড়িবাঁধ এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করেন।ধারণা করা হচ্ছে মৃতদেহটি ২/৩ দিন আগের।
এব্যাপারে নৌ পুলিশের ইনচার্জ ইকরাম উল্লাহ বলেন, বিকালে সীতাকুণ্ডের সৈয়দপুরের সাগর উপকুলে একটি লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করি। এরপর সুরতহাল প্রতিবেদনের পর লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।লাশটি একটি যুবকের।ধারণা করা হচ্ছে মৃতদেহটি ২/৩ দিন আগের।